কংগ্রেসের জয়ে খুশি রূপান্তরকামীরা, সিদ্দারামাইয়াকে নিয়ে উঠল বড় দাবি

কর্ণাটকের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সকাল ৮টা থেকে সেখানে বিধানসভা ভোটের গণনা শুরু হয়। এদিকে বেলা বাড়তেই ফলাফল কিছুটা জলের মতো স্পষ্ট হয়ে যায়। বিপুল ব্যবধানে বিজেপি, জেডিএসকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
rupan.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে কংগ্রেসের জয়ে খুশি হলেন সেখানকার কয়েকজন রূপান্তরকামীরা (Transgender Community)। আজ শনিবার বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা (Karnataka Results) হওয়ার আগেই মহীশূরের একটি গণনা কেন্দ্রের বাইরে সিদ্দারামাইয়া সহ কর্ণাটক কংগ্রেসের চার নেতার জন্য অপেক্ষা করছেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা। চাঁদনী নামের একজন রূপান্তরকামী বলেন, "সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হবেন এবং ট্রান্সজেন্ডার এবং দরিদ্রদের জন্য ভালো ভালো কাজ করবেন।" দেখুন ভিডিও... 

 

#WATCH | #KarnatakaResults | Members of the transgender community wait for four Karnataka Congress leaders, including Siddaramaiah, outside a counting station in Mysuru to thank and bless them.



One of them, Chandni says, "...Siddaramaiah will be the CM and will do well for the… pic.twitter.com/N1l4t1zf4N

— ANI (@ANI) May 13, 2023