হার স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী ?

কর্ণাটকের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। আজ শনিবার সকাল ৮টা থেকে বিধানসভা ভোটের গণনা শুরু হয়েছে। এদিকে কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি.কে. শিবকুমার তাঁর বাসভবন থেকে জনগণের শুভেচ্ছা গ্রহণ করেছেন।

author-image
SWETA MITRA
New Update
modi bommai.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে হার স্বীকার করে নিলেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই (Basavraj Bommai)? কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলেছে কংগ্রেস। এদিকে কর্ণাটকে বিধানসভা ভোটের (Karnataka Election Results) ফলাফল নিয়ে আজ শনিবার কার্যত তাঁর গলায় আক্ষেপের সুর শোনা গেল। আজ শনিবার বাসবরাজ বোম্মাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং বিজেপি কর্মীদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও আমরা ছাপ ফেলতে পারিনি। আমরা কেন হারলাম না নিয়ে একটি বিশদ বিশ্লেষণ করব। একটি জাতীয় রাজনৈতিক দল হিসাবে আমরা বিভিন্ন স্তরে গিয়ে দেখব যে আমাদের ত্রুটিগুলি কোথায় হয়েছে। এরপর তা সংশোধন করব এবং লোকসভা নির্বাচনে ফিরে আসব।'