নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক নির্বাচনের পূর্বে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন জগদীশ শেত্তার। নির্বাচনে বিজেপির হার নিশ্চিত বলে দাবি করেছেন তিনি। তবে নিজের কেন্দ্র হুবলি-ধারওয়াদ-মধ্য আসন থেকে বর্তমানে পিছিয়ে আছেন তিনি। ফলে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জয় নিয়ে প্রশ্ন উঠছে। অপরদিকে রাজ্যের মন্ত্রী সিএন অশ্বথ নারায়ণ মালেশ্বরম থেকে এগিয়ে রয়েছেন। এখন দেখার জগদীশ শেত্তার কি কংগ্রেসের হয়ে জয় পাবেন?