'দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি,' জানালেন শিবকুমার

জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের বিধানসভা ভোটে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৩৫টি, বিজেপি ৬৬টি এবং জেডি (এস) ১৯টি আসন পেয়েছে।

author-image
SWETA MITRA
New Update
shiv .jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে বিধানসভা ভোটে জয়লাভ করার পর আজ রবিবার ফের মুখ খুললেন কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার (DK Shivkumar)। সিদ্দারামাইয়ার সঙ্গে কি কোনও মতপার্থক্য আছে শিবকুমারের? এই প্রসঙ্গে আজ কংগ্রেস নেতা জানান, 'কিছু লোক বলে যে সিদ্দারামাইয়ার সাথে আমার মতপার্থক্য রয়েছে। তবে আমি এটাপরিষ্কার করতে চাই যে আমাদের মধ্যে কোনও মতপার্থক্য নেই। বহুবার আমি দলের জন্য ত্যাগ স্বীকার করেছি এবং সিদ্দারামাইয়াজির পাশে দাঁড়িয়েছি। সিদ্দারামাইয়াকে সহযোগিতা করেছি।'