'আমার শেষ নির্বাচন', নেতার সিদ্ধান্তে বিরাট ধাক্কা খেল কংগ্রেস

কর্ণাটকে আজ ত্রিমুখী (Karnataka Assembly Election 2023) লড়াই চলছে। কুর্সি দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস-বিজেপি-জেডিএস। কর্ণাটকের ক্ষমতাসীন বিজেপি তার দক্ষিণের শক্ত ঘাঁটি ধরে রেখে ইতিহাস গড়ার চেষ্টা করছে।

author-image
SWETA MITRA
New Update
sidda.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস (Congress)। এমনই দাবি করেছে দলের নেতারা। কর্ণাটকে আজ ত্রিমুখী (Karnataka Assembly Election 2023) লড়াই চলছে। কুর্সি দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস-বিজেপি-জেডিএস। এদিকে চলমান ভোট প্রসঙ্গে এবার মুখ খুললেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তিনি বলেন, "এটাই আমার শেষ নির্বাচন। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমি ৬০ শতাংশের বেশি ভোট পাবো। কংগ্রেস নিজেরাই সরকার গঠন করবে। আমি অবসর নেব না, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।" দেখুন ভিডিও...