'প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পেশি শক্তি কাজে দিল না, আমরাই জিতলাম'

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী অর্থশক্তি ও পেশি শক্তি ব্যবহার করে প্রচার চালালেও জনগণ ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে ভোট দিয়েছে।'

author-image
SWETA MITRA
New Update
malli khar.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের বিধানসভা ভোটের ফলাফল (Karnataka Election Results) প্রসঙ্গে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কর্ণাটকে দলের নিরঙ্কুশ জয় নিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'আমরা সম্মিলিত নেতৃত্বে এই নির্বাচনে জিতেছি এবং ফলাফল পেয়েছি। আমরা জিতেছি এবং এখন আমাদের অনেক কাজ করতে হবে। আমি কারো সমালোচনা করতে চাই না'। তিনি আরও বলেন, 'জনগণ বিজেপির 'দুর্বল শাসন' এবং কংগ্রেসের দেওয়া পাঁচটি গ্যারান্টির পক্ষে ভোট দিয়েছে। সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে সমস্ত নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের আজ সন্ধ্যার মধ্যে বেঙ্গালুরুতে পৌঁছাতে বলা হয়েছে।' শুধু তাই নয়, খাড়গে আরও বলেন, 'প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী অর্থশক্তি ও পেশিশক্তি ব্যবহার করে প্রচার চালালেও জনগণ ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে ভোট দিয়েছে।' দেখুন ভিডিও...