কর্ণাটকে বিজেপি ফেল! জনগণের রায় মেনে নিলেন BJP নেতা

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, যেখানে কংগ্রেস বিশাল জয়ের দিকে এগিয়ে চলেছে। এদিকে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। আক্ষেপের সুর শোনা যাচ্ছে নেতাদের গলায়।

author-image
SWETA MITRA
New Update
modi ye.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার দক্ষিণী রাজ্য কর্ণাটক হাতছাড়া হল বিজেপি (BJP)-র। কংগ্রেসের (Congress) কাছে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। একের পর এক র‍্যালি, জনসভা করেও খালি হাতেই ফিরতে হল বিজেপিকে। এদিকে ভোটের ফলাফল (Karnataka Election Results) প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)। তিনি বলেন, 'জয়-পরাজয় বিজেপির কাছে নতুন কিছু নয়। এই ফলাফলের কারণে দলীয় কর্মীদের এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা দলের ব্যর্থতা নিয়ে আত্মবিশ্লেষণ করব। আমি সম্মানের সঙ্গে জনগণের এই রায় মেনে নিচ্ছি।'