সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস! বিধায়কদের সরানো হবে, জানালো কংগ্রেস!

২২৪টি বিধানসভা আসনে চলছে ভোটগণনা প্রক্রিয়া। কার দখলে যাবে কর্ণাটক? কংগ্রেস না বিজেপির? উঠছে জোরালো প্রশ্ন। ভোট গণনার মাঝেই কংগ্রেস (Congress) বিশেষ নির্দেশিকা জারি করল।

author-image
SWETA MITRA
New Update
congresসs.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ ২২৪টি বিধানসভা আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কর্ণাটকের (Karnataka Election 2023) কুর্সি কার দখলে যাবে বিজেপি না কংগ্রেসের সেটা সময়ই বলবে। এরই মাঝে কংগ্রেস বিশেষ নির্দেশিকা জারি করল। যেসব কংগ্রেস প্রার্থীরা জিতবেন তাঁদের আজ বিকেল অথবা রাতের মধ্যে বেঙ্গালুরুতে পৌঁছাতে হবে। শুধু তাই নয়, কংগ্রেস বলেছে যারা একদম প্রত্যন্ত জায়গায় আছেন তাঁদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা অবধি করা হবে। এদিকে কংগ্রেসের এহেন সিদ্ধান্তকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জানা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিধায়কদের গোপন আস্তানায় সরানো হবে।  প্রশ্ন উঠছে, কীসের ভয় পাচ্ছে কংগ্রেস? কেন সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস শিবির?