সমঝোতা! কর্ণাটকে জিততে বিজেপির প্ল্যান 'B' ফাঁস

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি-(BJP)কে পিছনে ফেলে কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগোচ্ছে কংগ্রেস।নির্বাচন কমিশনের মতে, ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
nadda modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি-(BJP)কে পিছনে ফেলে কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগোচ্ছে কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেস কর্মী ও সমর্থকরা পার্টি অফিসের বাইরে উদযাপনে মেতে উঠেছেন। কর্ণাটকে বিধানসভা ভোটের (Karanataka Election Results) ফলাফল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamalnath)। তিনি আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'এটা নিশ্চিত যে কংগ্রেস (Congress) কর্ণাটকে সরকার গঠন করবে। কিন্তু বিজেপি অন্য দলের বিধায়ক এবং স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে সমঝোতা করারও চেষ্টা করবে।'