১৭ থেকে ৫৪ লক্ষ: কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার 'কিষান সম্মান নিধি'

কর্ণাটক নির্বাচনের পূর্বে এবার 'কিষান সম্মান নিধি'কে কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করলেন জেপি নাড্ডা। কি বললেন তিনি? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

author-image
Aniket
New Update
jp nadda.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির হয়ে একের পর এক প্রচার অভিযান করে চলেছেন জেপি নাড্ডা। এবার কর্ণাটকের উডুপিতে জনসভায় অংশ নিয়েছেন জেপি নাড্ডা। সেখান থেকে তিনি ভোট পেতে কংগ্রেসের বিরুদ্ধে 'কিষান সম্মান নিধি'কে হাতিয়ার হিসাবে বেছে নিয়েছেন। তিনি বলেন, "যখনই কর্ণাটকে কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে, তারা উন্নয়নে বাধা এনেছে। যখন প্রধানমন্ত্রী মোদি 'কিষান সম্মান নিধি' যোজনার জন্য কৃষকদের নাম চেয়েছিলেন, কুমারস্বামীর সরকার ১৭ টি নাম পাঠিয়েছিল। যখন ইয়েদুরাপ্পা জির সরকার আসে, ৫৪ লক্ষ কৃষক 'কিষান সম্মান নিধি' পান"।