নিজস্ব সংবাদদাতা: ১৯৯৯ সালের ১৩ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত চলা কার্গিলের যুদ্ধ ভারত ও পাকিস্তানের তৎকালীন জনমানবে ব্যাপক প্রভাব ফেলেছিল। এই যুদ্ধ দুই দেশের মধ্যে হওয়া একটি অন্যতম বড় যুদ্ধ। যুদ্ধের প্রায় ২৪ বছর হয়েছে।
তবে এই যুদ্ধে কতজন ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন তা জানলে এখনও আপনার বুক কেঁপে উঠবে। ভারত সরকারের দেওয়া তথ্য অনুসারে এই যুদ্ধে ৫২৭ জন সৈন্য শহীদ হয়েছিলেন। এছাড়াও ভারত সরকারের দেওয়া তথ্য অনুসারে এই যুদ্ধে আহত হয়েছিলেন ১,৩৬৩ জন সৈন্য। যুদ্ধবন্দী হন ৫ জন সৈন্য।