নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন, আর মাত্র কয়েকটা দিন পরেই চলে আসবে কালীপুজো। আগামী ১২ নভেম্বর পড়েছে কালীপুজো (Kalipuja 2023)। কিন্তু কালীপুজোর প্রার্থনা মন্ত্র এবং প্রণাম মন্ত্র কী জানেন? না জানা থাকলে জেনে নিন। জানা গিয়েছে, প্রার্থনা মন্ত্র হল 'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'। অন্যদিকে কালীপুজো প্রণাম মন্ত্র হল 'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।'