নিজস্ব সংবাদদাতা : রবিবার কালিপুজো। তারপরই দীপাবলি। আলোর উৎসবে মাতবে গোটা দেশ। দীপাবলিতে এক সময় চাইনিজ লাইট, বাহারি আলো, বৈদ্যুতিক রঙিন আলোর চাহিদা ছিল তুঙ্গে। যেকারণে দুশ্চিন্তায় পড়তেন কুমোররা। মাটির প্রদীপ নির্মাণ করলেও তা বিক্রি হত সামান্য। চাহিদার অভাবে, দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে কদর হারাতে বসেছিল মাটির প্রদীপের। কিন্তু এবছর চাহিদা ব্যাপক। ফলে হিমশিম খেতে হচ্ছে প্রদীপ প্রস্তুতকারক কুমোরদের। রাজস্থানের জয়পুরেও জোরকদমে তৈরি হচ্ছে মাটির প্রদীপ।মুকেশ প্রজাপত নামে এক কুমোর জানান, "গত বছরের তুলনায় এ বছর বাজার ভালো। চাইনিজ লণ্ঠনের চাহিদা কমেছে এবং দিয়া বেশি বিক্রি হচ্ছে। আমরা সাধারণত দীপাবলির অন্তত ৫-৬ দিন আগে কাজ বন্ধ করে দিই কিন্তু এই বছর, এখনও আমরা দিয়া তৈরি করছি ব্যাপক চাহিদার কারণে।"