২২ জানুয়ারি! দীপাবলিতে আগাম পূর্বাভাস মুখ্যমন্ত্রীর

অযোধ্যায় ধুম ধামের সহিত উদযাপিত হচ্ছে দীপাবলি। তবে সেই আড়ম্বর আরো বাড়বে জানুয়ারিতে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে।

author-image
Pallabi Sanyal
New Update
aaaa

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠা। তার আগে দীপ উৎসব দিয়ে শুরু হয়েছে দিওয়ালির সেলিব্রেশন। চলছে পুজো পাঠ। সেজে উঠেছে রাম মন্দির। রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে দীপাবলিতে যে সংখ্যক দর্শনার্থী অযোধ্যায় পা রেখেছেন তার ১০ গুন লোক ২২ জানুয়ারির পর অযোধ্যায় পা রাখবেন বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "রামায়ণে আমরা যে অযোধ্যা শহরের কল্পনা করি তা আমাদের কাছে দৃশ্যমান। ডিসেম্বরের শেষ নাগাদ অযোধ্যা তার বিশাল রূপ ধারণ করবে। এখন অতিথি দেবতা। ভব: এটি আমাদের দায়িত্ব। সরকার তার দায়ভার বহন করবে কিন্তু আমাদেরও আমাদের দায়িত্ব পালন করা উচিত। ২২ জানুয়ারির পর, আজকের চেয়ে ১০ গুণ বেশি ভক্ত অযোধ্যায় আসবেন।''