কুণাল, ফিরহাদের পর এবার কল্যাণের নিশানায় আরজি করের মৃতার বাবা-মা

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের শুনানি ছিল সোমবার। এদিন নির্যাতিতার মা-বাবা জানান, এখনই দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চান না নির্যাতিতার পরিবার।  

author-image
Jaita Chowdhury
New Update
kalyan banerjee1.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কুণাল, ফিরহাদের পর এবার কল্যাণ। আরজি কর কাণ্ডে (RG Kar Case) মৃত চিকিৎসকের বাবা-মা শুধুই রাজনীতি করছেন। বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ও মৃতার পরিবারের কথা এক। আক্রমণ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্রাইম যেটা হয় সেখানে একজন ভিকটিম হয়। কিন্তু সমাজের জন্য সেটা খারাপ। পেনাল্টি কীসের জন্য? সমাজের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল পাস করিয়েছেন। যাতে রেপ ও মার্ডারের জন্য মৃত্যুদণ্ডের কথা লেখা রয়েছে। কীসের জন্য? সমাজকে দেখান! যাতে মেয়েরা সুরক্ষিত থাকে। কেউ ভয় যেন না পায়। এটাই তো কথা!' 

শ্রীরামপুরের সাংসদ আরও বলেন, আজকে ওঁনারা (আরজি করে লর মৃতার পরিবার) চাইলেন না! ওঁনারা কি চাইছেন মৃত্যুদণ্ড না হোক? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মৃত্যুদণ্ড না হলে ভালো হয়? আসলে ওনারা রাজনীতির মধ্যে ঢুকে গেছেন। এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে পারছেন। আমি বলার জন্য দুঃখিত। বিকাশ ভট্টাচার্যের কথা ও ওঁনার কথা এক হয়ে গেল। 

উল্লেখ্য, এদিন আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের শুনানি ছিল সোমবার। এদিন নির্যাতিতার মা-বাবা জানান, এখনই দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চান না নির্যাতিতার পরিবার।  এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কি না, তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত।