নিজস্ব সংবাদদাতা : দাদা কৃষ্ণের রাসলীলার কাহিনী যাতে বোন সুভদ্রার কানে না পৌঁছোয় তার জন্যই রথযাত্রার আয়োজন করা হয়েছিল বলে মনে করেন অনেকেই। পৌরাণিক এক প্রচলিত কাহিনী অনুযায়ী, কৃষ্ণের সমস্ত রানী মা রোহিণীর কাছে কৃষ্ণের রাসলীলার গল্প শুনতে চান। সেই সময় রোহিনী ভাবেন যে বোন সুভদ্রার তা শোনা উচিত নয়। তাই তিনি কৃষ্ণ ও বলরামের সঙ্গে সুভদ্রাকে রথযাত্রায় পাঠিয়ে দেন।সে সময় নারদ তিন ভাই-বোনকে একসঙ্গে দেখে অত্য়ন্ত প্রসন্ন হয়ে পড়েন। তিনি প্রার্থনা করেন যাতে প্রতিবছর যেন তিন ভাই বোন রথে চড়ার সময় দর্শন দেন। সেই থেকেই রথ যাত্রার শুরু বলে কথিত রয়েছে।