দিগ্বিজয় মাহালী, কেশিয়াড়ি : কেশিয়াড়ি বাজারের কাছেই খেলার মাঠের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। প্রতি বছর সেখানে মহা সমারোহে রথযাত্রা হয় এবং উল্লেখযোগ্যভাবে তিনটি রথ বের হয়। কেশিয়াড়িতে যতগুলি ছোট-বড় জগন্নাথ মন্দির আছে তাদের সব ঠাকুর সেদিন এই রথগুলিতে চড়ে। রথ উপলক্ষ্যে মেলা বসে এবং প্রচুর জনসমাগম হয়।
কেশিয়াড়িতে আরও কিছু উল্লেখযোগ্য মন্দির রয়েছে যেগুলি পুরাকীর্তির এক অনুপম নিদর্শন বলে বিবেচিত হয়। যেমন, কেশিয়াড়ির তল-কেশিয়াড়ি পল্লির আর এক জগন্নাথ মন্দির। মন্দিরে উপাসিত বিগ্রহ কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। এছাড়াও এখানে রয়েছে কপিলেশ্বর শিবের প্রতিষ্ঠালিপিহীন পুবমুখী, মাকড়া পাথরের পঞ্চরথ মন্দির।