হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আগামী ২০ জুন। শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৮দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎবের আয়োজন করা হয়েছে। ইসকনের স্বামীবাগ আশ্রম ২০ জুন মঙ্গলবার সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হবে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। দুপুর দেড় টায় আলোচনাসভা শেষে বিকেল ৩টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হবে। শুভ রথযাত্রার উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনর শ্রী প্রণয় ভার্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এবার ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা ছাড়াও ৮দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, জগন্নাথ লীলামৃত ও ধর্মীয় নাটক। রযথযাত্রার মহোৎসবে সরকারের পক্ষ থেকে বরাবরের মত পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শোভাযাত্রায় পুলিশসহ আইন-শৃংখল রক্ষা বাহিনীর নিরাপত্তা থাকবে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় হয়েছে। এছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব পাচশতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
রবিবার সকালে ঢাকার স্বামীবাগ আশ্রমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রথযাত্রা মহোৎসব উদযাপনে অনুষ্ঠানমালার বিস্তারিত তুলে ধরে ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। মতবিনিময় সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধরাণ সম্পাদক গৌরাঙ্গা দাস ব্রহ্মচারী ও ইয়ুথ প্রচারক জয় মহাপ্রভু দাস ব্রহ্মচারী।