সামনেই রথযাত্রা, জগন্নাথের অর্থ জানেন?

ভগবান জগন্নাথ হলেন শ্রী কৃষ্ণের রূপ, যিনি ভগবান বিষ্ণুর অন্যতম অবতার। মাসির বাড়ি তথা গুন্ডিচ মন্দিরে যাওয়ার পর যত্ন সহকারে পুজো-পাঠ থেকে সমস্ত রীতি পালন করা হয়।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : হিন্দু উৎসবগুলির মধ্যে একটি হল রথযাত্রা। যাকে কেন্দ্র করে এই উৎসব তিনি হলেন জগন্নাথ দেব। ভাই বোন বলরাম-সুভদ্রার সঙ্গে রথযাত্রায় মাসির বাড়ি যান তিনি। জানা যায়, জগন্নাথ দুটি শব্দের সমন্বয়ে তৈরি। এই জগ মানে জগত আর নাথ মানে জগন্নাথ। ভগবান জগন্নাথ হলেন শ্রী কৃষ্ণের রূপ, যিনি ভগবান বিষ্ণুর অন্যতম অবতার। মাসির বাড়ি তথা গুন্ডিচ মন্দিরে যাওয়ার পর যত্ন সহকারে পুজো-পাঠ থেকে সমস্ত রীতি পালন করা হয়। এমনকি সুস্বাদু ভোগও নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। মাসির বাড়িতে থাকার সময়ে ভগবান জগন্নাথের দর্শনকে বলা হয় আদপ-দর্শন। এই দিনগুলিতে জগন্নাথকে নারকেল, মালপুয়া, গজা ও মিষ্টান্ন ইত্যাদির মহাপ্রসাদ দেওয়া হয়। উল্টো রথে আবার মাসির বাড়ি থেকে পুনঃরায় মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব।