নিজস্ব প্রতিনিধি, পিংলা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর এলাকায় দুজিপুর রথযাত্রা কমিটির উদ্যোগে প্রথম বছর রথযাত্রার শুভ উদ্বোধন হবে। রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার অভিষেক করার প্রস্তুতি চলছে। লোহার ফ্রেম ও নিম কাঠ দিয়ে তৈরি হবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। দুজিপুর রথযাত্রা কমিটির সদস্য শ্রীমন্ত মান্না জানান, 'দুজিপুর স্কুল গ্রাউন্ড থেকে দুজিপুর বাজার পর্যন্ত রথ পরিক্রমা করবে। এই বছর প্রথম রথযাত্রা শুরু হচ্ছে। তার কাজ চলছে জোর কদমে। আমরা আশাবাদী যথেষ্ট মানুষের সমাগম ঘটবে এই রথযাত্রায়'।