KKR: টিম বাছবেন সমর্থকরা! নিলামের আগে বিরাট সুযোগ

২০২৪ সালের আইপিএলে সমর্থকদের জন্য বিরাট সুযোগ দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

author-image
Aniruddha Chakraborty
New Update
IPL

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকটা দিন পর আইপিএলের আগামী সংস্করণের নিলাম হবে। দুবাইতে নিলামের আসর বসছে ১৯ ডিসেম্বর। অকশন টেবিলে বসবেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজির থিঙ্ক ট্যাঙ্করা। সমর্থকরাও কি বসতে পারবেন? অকশন টেবিলে নাইট রাইডার্সের সমর্থকরাও যেন থাকছেন। শারীরিক ভাবে নয়, তবে সুযোগ থাকছে মতামত দেওয়ার। টিম বাছাইয়ের আগে এমন ভাবনাই কলকাতা নাইট রাইডার্সের। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বিভিন্ন দল নিয়ে বিশ্লেষণ করেন। তেমনই তাঁর দাবি, নিলামে শ্রীলঙ্কার বাঁ হাতি তরুণ পেসার দিলশান মধুশঙ্কার জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। সত্যিই সেটা হবে কিনা, সময়ই বলবে। সমর্থকদের থেকে অবশ্য আগাম পরামর্শ নিয়ে রাখছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার ট্রফি জিতেছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে এসেছিল ট্রফি। এবার মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। কেকেআর সমর্থকদের প্রত্যাশা, এবার ট্রফিও ফিরবে। 

সূত্রে খবর, কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় টিম বাছাই নিয়ে সকলের মত চেয়েছে। সমর্থকরা নিজেদের মতো দল সাজিয়ে তার স্ক্রিনশট শেয়ার করছেন কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কেউ বলছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার স্পেন্সার জনসন, ট্রাভিস হেড, প্যাট কামিন্সদের জন্য ঝাঁপাতে। তেমনই উইশ লিস্টে রয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার জেরাল্ড কোৎজেও।

hire