নিজস্ব সংবাদদাতা : আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) 174 রানে তাদের ব্যাটিং ইনিংস শেষ করেছে, এবং এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এর সামনে 175 রানের টার্গেট। ম্যাচের এই মুহূর্তে সব চোখ এখন RCB-এর দিকে, যাদের সামনে এক চ্যালেঞ্জিং টার্গেট রয়েছে। তবে KKR তাদের বোলিং আক্রমণ খুব শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। RCB-র হয়ে প্রথম ব্যাটিংয়ে নেমেছে বিরাট কোহলি। আইপিএল-এর প্রথম ম্যাচ কোন দল জিতবে তা নিয়ে দর্শকদের মধ্যে এখন টানটান উত্তেজনা।
/anm-bengali/media/media_files/2025/03/22/1000174096-685861.jpg)