নিজস্ব সংবাদদাতা: পরপর উইকেট পড়ছে লখনৌ-এর। এবার পঞ্চম উইকেট হারালো লখনৌ সুপার জয়েন্টস। হর্ষল প্যাটেলএর বলে পঞ্চম উইকেট হারালো লখনৌ সুপার জয়েন্টস।
/anm-bengali/media/post_attachments/2025-03/aoosddfo_pant_625x300_24_March_25-209299.jpg?im=FitAndFill,algorithm=dnn,width=806,height=605)
ক্যাচ আউট হয়েছেন ঋষভ পান্থ। তার ক্যাচ ধরেছেন মোহাম্মদ শামি। তবে জয়ের চ্যান্স নেই বললেই চলে হায়দ্রাবাদের। ইতিমধ্যেই ১৮৩ রান করে ফেলেছে লখনৌ।