নিজস্ব সংবাদদাতা : রিঙ্কু সিং আউট হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স (KKR) আজ তার পঞ্চম উইকেট হারালো। এই পরিপ্রেক্ষিতে KKR-এর ইনিংসের অবস্থা এখন বেশ সংকটাপন্ন। ১৫ ওভার শেষে কলকাতার রান দাঁড়িয়েছে ১৪৫, এবং এখন পুরো ম্যাচটি তাদের জন্য চাপের হয়ে গিয়েছে। ম্যাচের পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, আর KKR এই মুহূর্তে লড়াই করছে নিজেদের সেরা অবস্থানে ফিরে আসার জন্য।
/anm-bengali/media/media_files/2025/03/22/d35ddkPsDFk4eTN8SSXU.jpg)