আইপিএল ১৮ : ইডেন গার্ডেনে শাহরুখ এবং শ্রেয়ার সঙ্গে শুরু হলো ক্রিকেট মহোৎসব

শাহরুখ খান এবং শ্রেয়া ঘোষালের পারফরম্যান্সে আইপিএল ১৮ উদ্বোধন, ইডেন গার্ডেন এক আলোকিত সন্ধ্যা হয়ে উঠেছে।

author-image
Debapriya Sarkar
New Update
1742316026012_IPL_Opening_2024

নিজস্ব সংবাদদাতাঃ ইডেনে আঠারোতম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ইডেন গার্ডেনে জমকালো আয়োজনে শাহরুখ খান মাঠে উপস্থিত রয়েছেন, এবং অনুষ্ঠানের সঞ্চালনা করছেন তিনি। পুরো স্টেডিয়াম আলোয় আলোকিত হয়ে উঠেছে, যা আরও আকর্ষণীয় করে তুলেছে অনুষ্ঠানটি। মঞ্চে গান পরিবেশন করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি "ভুলভুলাইয়া" ছবির হিট গান "আমি যে তোমার" গাইছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সবাই মুগ্ধ হয়ে আইপিএল আসরের উদ্বোধন উপভোগ করছেন।
ipl