শুরুর আগেই জেনে নিন আইপিএল-এর ফাইনাল কবে- তৈরি তো আইপিএল ঝড়ের জন্য?

শুরুর আগেই জেনে নিন আইপিএল-এর ফাইনাল কবে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব সংবাদদাতা: শুরু হতে চলেছে আইপিএল ২০২৫। ২২ মার্চ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ২২ গজের যুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭ টা থেকে।

IPL 2025 teams and squads - full players list

তবে জানেন কি আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ কবে? আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে। তার আগে ২০ মে, ২১ মে এবং ২৩ মে যথাক্রমে হবে প্লে-অফ ম্যাচ। তো কি ক্রিকেট প্রেমীরা, তৈরি তো আইপিএল ঝড়ের জন্য?