নিজস্ব সংবাদদাতা: আইপিএল (IPL 2025) শুরু হতে বাকি আর দশদিন। তবে ফ্র্যাঞ্চাইজির নতুন অধিনায়ক ঘোষণা না-হওয়ায় উৎকণ্ঠায় ছিলেন দিল্লি ক্যাপিটালসের অনুরাগীরা ৷ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে ঋষভ পন্থের (Rishav Pant) উত্তরসূরি কে? জানতে উদগ্রীব ভক্তরা। হোলির দিন সকালেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্য়াটেলের (Axar Patel) হাতে অধিনায়কত্ব তুলে দিল দিল্লি ক্যাপিটালস। সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমেই এদিন আনুষ্ঠানিক ঘোষনা।
/anm-bengali/media/media_files/57RWKYDzV44LjcS4gBah.jpg)