নিজস্ব সংবাদদাতা: প্রতি মরশুমেই আইপিএল শুরুর আগে এবং টুর্নামেন্ট চলাকালীন বেশ কিছু ক্রিকেটার চোট পেয়ে সরে যান। কেউ কেউ ব্যক্তিগত কারণে সরে যান টুর্নামেন্ট থেকে। এবারও তার ব্যতিক্রম হল না। আইপিএল ২০২৪ শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে।
১. আইপিএল ২০২৪ থেকে নাম তুলে নিয়েছেন গাস অ্যাটকিনসন। তাঁর পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে নেয় দুষ্মন্ত চামিরাকে।
২. মার্ক উডকে এবার নেই লখনউ সুপার জায়ান্টস দলে। তারা পরিবর্ত হিসেবে দলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফ।
৩. গোড়ালিতে অস্ত্রোপচারের পরে মহম্মদ শামি ছিটকে গিয়েছেন গুজরাট টাইটানস থেকে। যদিও এখনও তাঁর পরিবর্ত ক্রিকেটার আসেনি। রশিদ খানও দলে খেলবেন কিনা সেটা অনিশ্চিত।
৪. আঙুলের চোটের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে ডেভন কনওয়ে। যদিও চেন্নাই সুপার কিংস তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।
৫. মুম্বই ইন্ডিয়ান্স থেকে সূর্যকুমার যাদব চোট সারিয়ে ফিট হতে পারেননি।
৬. রিস টপলি ইসিবির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির জন্য আইপিএলে থাকবেন না বলেই মনে হয়েছিল। তবে তিনি পিএসএল থেকে সরে আসায় আইপিএলের শুরু থেকেই পেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৭. ইসিবি যদি টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজের দিকটা দেখে তাহলে ইংল্যান্ডের প্লেয়ার জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারানকে আইপিএলের একটা পর্যায়ে নাও দলে পেতে পারে পঞ্জাব কিংস।