নিজস্ব সংবাদদাতা: বলা হয়, তিনি যা হাতে দেন, তাই সোনা ফলায়। তাঁর চোখ নাকি জহুরির। তিনি ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। আইপিএল-এর মরশুমে তাঁর দল চেন্নাই সুপার কিংস-এর ওপর বাড়তি নজর থাকে প্রথম থেকেই। কেননা, আইপিএলে সিএসকে জিতেছে পাঁচ পাঁচটি ট্রফি। এবার সেই ধোনির পরামর্শেই এক তাক লাগানো পেসারকে শিবিরে যোগ করাল চেন্নাই সুপার কিংস।
শ্রীলঙ্কায় কলেজের একটি ম্যাচ। একদিকে সেন্ট জনস কলেজ। অন্য দিকে জাফনা সেন্ট্রাল কলেজ। সেই ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মাত্র ১৭ বছর বয়সী জাফনার এক ডানহাতি বোলার ব্যাটারকে বিধ্বস্ত করে দিয়ে ইয়র্কারে বোল্ড করেন। সেই বোলারের নাম কুগাদাস মাথুলান।
ধোনির চোখে পড়ে সেই ভিডিও। তিনি তৎক্ষণাৎ চেন্নাই সুপার কিংস-এর ম্যানেজমেন্টকে জানান। তারপরই সিএসকে যোগাযোগ করে কুগাদাসের সঙ্গে। সিএসকে নেটে বল করার জন্য ডাক পেয়েছেন শ্রীলঙ্কার তরুণ।
এই কুগাদাস মাথুলানকে দেখলে প্রথমেই আপনার যার কথা মনে পড়বে তিনি হলেন লাসিথ মালিঙ্গা। তাঁর মতোই যেন সে জানে নিখুঁত ইয়র্কার দিতে। দেখুন এই তরুণ তুর্কির সেই অসাধারণ ইয়র্কার শট।