নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অবস্থিত হেগ সফরকালে জেলেনস্কি বলেন, 'ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।'
পুতিনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, 'আমরা সবাই হেগ-এ ভিন্ন এক ভ্লাদিমিরকে দেখতে চাই, যিনি এখানে তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনের রাজধানীতে শাস্তির যোগ্য।'
তিনি বলেন, 'আমি নিশ্চিত আমরা যখন জিতব, তখন আমরা তা দেখতে পাব, যারাই যুদ্ধ নিয়ে আসবে, তাদের অবশ্যই বিচার পেতে হবে।'
উল্লেখ্য, গত মার্চে ইউক্রেন থেকে শিশুদের নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।