রাশিয়ার বিরুদ্ধে এবার বড় অভিযোগ জেলেনস্কির

রাশিয়ার বিরুদ্ধে এবার বড় অভিযোগ জেলেনস্কির।

author-image
Aniket
New Update
zelenskyy (1).jpg

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার বিরুদ্ধে এবার বড় অভিযোগ  আনলেন জেলেনস্কি। রাশিয়া বেলারুশকে যুদ্ধে টেনে আনতে চায় এবং অন্যান্য দেশকে উস্কে দিতে চায়, বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।


তিনি বলেছেন, "বসন্ত, গ্রীষ্ম বা শরৎকাল, তিনি (পুতিন - এড।) বেলারুশের ভূখণ্ডে বাহিনী মোতায়েন করবেন। এবং অনেক ইউরোপীয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও বলবে যে এটি পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং অন্যান্য বাল্টিক অংশীদারদের ভয় দেখানো মাত্র"।