নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন গত সপ্তাহে রাশিয়ায় বিদ্রোহের চেষ্টা 'যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে' এবং ইউক্রেন পাল্টা আক্রমণে লাভবান হতে পারে।
তিনি বলেন, "তারা যুদ্ধে হেরে যাচ্ছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের আর কোনো বিজয় নেই এবং তাই তারা কাউকে দোষারোপ করতে শুরু করেছে। তবে প্রিগোজিনের বিদ্রোহ ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রাথমিক পর্যায়ে উপকারী হতে পারে।
তিনি বলেন, 'শত্রুকে আমাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই পরিস্থিতির সুযোগ নিতে হবে। পাল্টা আক্রমণ দ্রুত করা হবে না কারণ মানুষের জীবনের মূল্য রয়েছে এবং যেখানে সৈন্য মোতায়েন করা হয় সেখানে কৌশলগত। জনগণই আমাদের সম্পদ। এ জন্য আমরা খুবই সতর্ক রয়েছি।'
জেলেনস্কি আরও দাবি করেছেন যে পূর্ব ইউক্রেনে ২১,০০০ ওয়াগনার ভাড়াটে সৈন্য নিহত হয়েছে এবং ৮০,০০০ ওয়াগনারাইট আহত হয়েছে।