ক্ষেপণাস্ত্র হামলা, "সন্ত্রাসের বহিঃপ্রকাশ"

ক্রামাতোরস্কে রুশ হামলার ফলে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
zelenesky

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্কে রুশ হামলাকে 'সন্ত্রাসের বহিঃপ্রকাশ' বলে অভিহিত করেছেন।

জেলেনস্কি বলেন, 'সন্ত্রাসের এই ধরনের প্রতিটি বহিঃপ্রকাশ আমাদের এবং সমগ্র বিশ্বের কাছে বারবার প্রমাণ করে যে রাশিয়া যা কিছু করেছে তার ফলে কেবল একটিই প্রাপ্য- পরাজয় ও ট্রাইব্যুনাল, সব রুশ খুনি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সুষ্ঠু ও আইনি বিচার।'

মঙ্গলবার সন্ধ্যায় ক্রামাতোরস্কের কেন্দ্রস্থলে একটি ব্যস্ত এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী একটি মেয়ে এবং আহতদের মধ্যে আট মাসের একটি শিশুও রয়েছে।

জেলেনস্কি বলেন, 'রুশরা এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রামাতোরস্কে নৃশংসভাবে গোলাবর্ষণ করেছে।'