‘শান্তির ডাক’ দিলেন পুতিন, চুপ জেলেনস্কি-ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখনো প্রতিক্রিয়া দেননি প্রেসিডেন্ট জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এখনো পর্যন্ত এই ঘোষণায় কোনও প্রতিক্রিয়া দেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Putin

এর আগের দিন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা করে জেলেনস্কি বলেছিলেন, "গুড ফ্রাইডেতে রাশিয়া আমাদের শহর ও মানুষকে মিসাইল ও ড্রোন দিয়ে আঘাত করেছে।" 

পুতিনের ঘোষণার পর এখনও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছু বলেননি। তবে আগেই ট্রাম্প জানিয়েছিলেন, কোনও পক্ষ শান্তি আলোচনাকে জটিল করলে যুক্তরাষ্ট্র আলোচনায় থাকবে না। এখন দেখার, যুদ্ধবিরতির এই প্রস্তাব কার্যকর হয় কি না এবং দুই দেশ কী অবস্থান নেয়।