ইউনূস হিংসার নিন্দা করেননি, তার জন্য শুরুটা ভালো হয়নি: বাংলাদেশি বুদ্ধিজীবী

'ইউনূস নির্বোধ হত্যাকাণ্ড ও ভাঙচুরের নিন্দা করতে ব্যর্থ হন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Muhammad Yunus 1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিতর্কিত নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস, যিনি কিনা বাংলাদেশে ঘটে চলা এই খারাপ সময়ের লাগাম টেনে ধরতে চাইছেন, তার শুরুটা ভালো হয়নি, এমনটাই দাবি করছেন বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবী। বাংলাদেশের অন্তত পাঁচজন প্রবীণ বুদ্ধিজীবীর মতে, ইউনূস যখন ছাত্রশক্তিকে স্বাগত জানিয়েছিলেন এবং মুক্তির কথা বলেছিলেন, তখন তিনি অনাচার, লুটপাট, মারপিট, নির্বোধ হত্যাকাণ্ড ও ভাঙচুরের নিন্দা করতে ব্যর্থ হন।

bangladeshstudentmovement-ezgif.com-resize
File Picture

“শেখ হাসিনা তার ভুলের মূল্য দিয়েছেন। এখানে কর্তৃত্বের কোনো জায়গা নেই এবং ইউনূসেরও মনে রাখা উচিত যে নতুন সরকার মুজিব কন্যার পদাঙ্ক অনুসরণ করছে”, ঢাকায় একজন প্রবীণ বুদ্ধিজীবী এমনটাই বলছেন।

bangladesh-political-crisis-052535661-16x9_0
File Picture

“বাংলাদেশ সম্পূর্ণ অনাচারে নিমজ্জিত এবং সারাদেশে নির্বোধ হত্যাকাণ্ডের সাথে আইন প্রয়োগকারী সংস্থা নেই। অথচ এতোকিছুর পরেও ইউনূসের কাছ থেকে নিন্দার কোনও ভাষা নেই”, ওই বুদ্ধিজীবী এমনটাও সাথে যোগ করেছেন।

India Post Advertisement Rakhi_300x250

Adddd