নিজস্ব সংবাদদাতা: হাসিনা সরকারের পতনের পর আয়না ঘরের দখল নিয়েছিল সাধারণ মানুষ। সেখান থেকে বহু উধাও মানুষের সন্ধান পাওয়া গিয়েছিল। অভিযোগ উঠেছিল, জানালা বিহীন গোপন এই বন্দিশালাতেই নাকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে থাকা বহু মানুষকে ‘গুম’করে রেখে দিয়েছিল হাসিনা সরকার। গুম কার নির্দেশে করা হতো, এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি তদন্ত করা হয়। তার জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্তে জানা গিয়েছে, আয়নাঘরে গুম করার পিছনে প্রধান নির্দেশদাতা ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কাছে সেই রিপোর্ট ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ইউনুস সরকারের কাছে জমা পড়া রিপোর্টে জানানো হয়েছে, আয়নাঘরে গুম করার পিছনে শেখ হাসিনা এবং পূর্বতন সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিক অভিযুক্ত। শেখ হাসিনার নির্দেশেই যে এই গুম করা হতো তার প্রমাণ পাওয়া গিয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। গুমের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরুর সুপারিশ করেছে কমিশন। অভিযোগ উঠেছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদকে গুম করার নেপথ্যে শেখ হাসিনার হাত রয়েছে।