YouGov সমীক্ষায় আমেরিকানদের মতামত : ট্রাম্প, জেলেনস্কি ও পুতিন স্বৈরশাসক কি না?"

একটি YouGov সমীক্ষায় ৪১% আমেরিকান ট্রাম্পকে স্বৈরশাসক মনে করেন। জেলেনস্কি ও পুতিন নিয়ে মতামতেও রয়েছে নানা বিতর্ক।

author-image
Debapriya Sarkar
New Update
zelensky trump zelensky

নিজস্ব সংবাদদাতা : একটি নতুন YouGov সমীক্ষায় ৪,০৭১ জন আমেরিকানের মতামত নেওয়া হয়েছে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক হিসেবে দেখা হয় কিনা? এই বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ পেয়েছে।

Trump

এই সমীক্ষায় দেখা গেছে, ৪১% মানুষ ট্রাম্পকে একজন স্বৈরশাসক হিসেবে মনে করেন। তবে নারীদের মধ্যে (৪৬%) ট্রাম্পকে স্বৈরশাসক মনে করার প্রবণতা পুরুষদের (৩৫%) চেয়ে বেশি। আবার ২২% মানুষ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে দেখেন, তবে ৪৫% মানুষ এর বিপরীত মতামত পোষণ করেছেন।

x

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে বড় ভূমিকা পালন করেছে। সমীক্ষা অনুযায়ী, ৮০% রিপাবলিকান মানুষ মনে করেন ট্রাম্প একজন স্বৈরশাসক নন, তবে ৬৮% ডেমোক্র্যাট এই ধারণা রাখেন যে ট্রাম্প একজন স্বৈরশাসক। এই মতামতগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।