নিজস্ব সংবাদদাতা : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাচ্ছেন। শুক্রবার চীনের স্থানীয় রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে। এই সফরে তিনটি দেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার দিকে নজর দেবে চীন। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বিস্তার, বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে চীনের সম্পর্ককে আরও জোরদার করতে চাইছে বেইজিং।
/anm-bengali/media/media_files/2025/04/10/jM7JjW44OFEIphS8eXKb.webp)