নিজস্ব সংবাদদাতা : বিশ্ব বাণিজ্যে শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে সরব হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, "কিছু দেশ শুল্ক ও বাণিজ্য নিষেধাজ্ঞার মাধ্যমে বাজারে বাধা সৃষ্টি করছে এবং বাণিজ্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।"
/anm-bengali/media/media_files/2025/03/05/zo9nclYpd2E0TFTw8b80.jpg)
শি জিনপিং আরও জানান, চীন কখনো নিজেদের সীমা সংকুচিত করবে না, বরং বিশ্ব অর্থনীতির সঙ্গে আরও বেশি সংযুক্ত হবে। তিনি বলেন, "চীনের দরজা আগের চেয়ে আরও বেশি উন্মুক্ত হবে। যারা চীনে বিশ্বাস রাখে, তারা উন্নত ভবিষ্যতে বিশ্বাস রাখে। চীনে বিনিয়োগ করা মানে ভবিষ্যতে বিনিয়োগ করা।" বিশ্ব বাণিজ্যে চীনের অবস্থান আরও দৃঢ় করতে চীনা প্রেসিডেন্টের এই মন্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে, দেশটি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে প্রস্তুত।