নিজস্ব সংবাদদাতা : এশিয়ান গেমসে ভিসা বঞ্চনা উশু খেলোয়াড়দের সঙ্গে। হাংজু শহরে ভারতের তিন মহিলা উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চিন।১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা দিতে অস্বীকার করে চিন। যেকারণে ভারত-চিনের সম্পর্ক আরো নড়ে গিয়েছে। প্রতিবাদে নিজের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। দলের সঙ্গে বিমানে উঠতে না পারা ওই তিন খেলোয়াড়কে দিল্লির হস্টেলে রাখা হয়। এবার ভিসা বঞ্চনা নিয়ে মুখ খুললেন তারা।উশু খেলোয়াড় মেপুং লামগুর কথায়, "এতে আমরা কী করতে পারি? যেখানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তার সফর (এশিয়ান গেমসে) বয়কট করেছেন। যা একটি বড় পদক্ষেপ। আমরা পরের বার আমাদের সেরাটা দেব।" অরুণাচল প্রদেশে নাহারুলাগুনে আরেক উশু প্লেয়ার ওনিলু তেগা বলেছেন, "আমরা সবাই দুঃখিত। আমাদের কোচ বিশেষ করে দুঃখিত। কারণ এশিয়ান গেমসে আমাদের অংশগ্রহণ করাটা তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমরা আরও কঠোর পরিশ্রম করব এবং আসন্ন খেলায় অংশগ্রহণ করব।" উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু বলেছেন, "আমাদের খেলা সেখানে (চিন) শুরু হয়েছে, আমরা এটি দেখে কষ্ট পাই, আমরা সেখানে খেলতে পারিনি।কিন্তু আমরা পিছিয়ে পড়ব না। আমরা এগিয়ে যেতে থাকব এবং ভবিষ্যতে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।''
#WATCH | Naharlagun, Arunachal Pradesh: On not getting visa for the Asian Games, Wushu player Nyeman Wangsu says, "Our game has started there (China), we feel hurt when we see that, we didn't get to play there...but we won't back down, we will keep going forward and try to give… pic.twitter.com/tuhKgkQbhF
— ANI (@ANI) September 26, 2023
#WATCH | Naharlagun, Arunachal Pradesh: On not getting visa for the Asian Games, Wushu player Onilu Tega says, "We're all sad, our coach is especially sad because it was his biggest dream to see us participate in the Asian Games...we will work harder and will participate in the… pic.twitter.com/BHNzY89Xt4
— ANI (@ANI) September 26, 2023
#WATCH | Naharlagun, Arunachal Pradesh: On not getting visa for the Asian Games, Wushu player Mepung Lamgu says, "What can we do about it?...even Union Minister(Anurag Thakur) boycotted his trip (to Asian Games) this is a big thing. We will do our best next time..." pic.twitter.com/VyXTJ8xVDO
— ANI (@ANI) September 26, 2023