১০০০ কোটি পাসওয়ার্ড ফাঁস হল! আপনার সঙ্গে এমন হলে কী করবেন?

এতোগুলো পাসওয়ার্ড একসঙ্গে ফাঁস করে দেওয়া হল।

author-image
Anusmita Bhattacharya
New Update
cyber crime.jpg

নিজস্ব সংবাদদাতা: বিশ্বে এই প্রথম এত বিপুল সংখ্যক পাসওয়ার্ড হয়ে গেল ফাঁস। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এমনটাই দাবি করছেন। প্রায় ১০ বিলিয়ন অর্থাৎ এক হাজার কোটি পাসওয়ার্ডের একটি ফাইল প্রকাশ করা হয়েছে।

একটি কুখ্যাত অপরাধমূলক সাইটে এই পাসওয়ার্ডগুলি গ্রাহকদের তথ্য সমেত প্রকাশ পেল। ওবামাকেয়ার’ ছদ্মনামের এক ব্যবহারকারী ওই অপরাধমূলক সাইটে গিয়ে পাসওয়ার্ড ফাইল শেয়ার করেছে বলে দাবি। দ্য রক ইউ ২০২৪’ নামক এক ফাইলে ওই পাসওয়ার্ডগুলি ক্রাইম ফোরামে আপলোড করা হয়েছে। 

কী করতে পারেন আপনি?

১. যত অনলাইন অ্যাকাউন্ট রয়েছে সব পাসওয়ার্ড বদলে ফেলুন।

২. ব্যাঙ্কের অ্যাপের লগইন পিন, শেয়ার ও অন্যান্য আর্থিক লেনদেন সংক্রান্ত পিন, ডেবিট বা ক্রেডিট কার্ডসহ অন্যান্য সব পিন বদলে ফেলুন।

 

Adddd