নিজস্ব সংবাদদাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রবিবার রাতে একটি টুইট করে জানান, 'গতকাল গাজার আল আহলি হাসপাতালে প্রয়োজনীয় ট্রমা এবং অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা সম্ভব হয়েছে। গাজার এই হাসপাতালে ১,৫০০ গুরুতর জখম ও অসুস্থ রোগী রয়েছেন। পাশাপাশি ১৯ জনকে গুরুতর অবস্থায় আল আহলি হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছানো অত্যন্ত ঝুঁকির কাজ ছিল।'
তিনি জানিয়েছেন, 'হামাস ও ইজরায়েলের যুদ্ধের জেরে এই হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্সিজেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, জল, খাদ্য এবং জ্বালানীর তীব্র আকাল হাসপাতালটিতে দেখা দিয়েছে। এই হাসপাতালে স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। হাসপাতালে আরও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। তবে ঝুঁকির মধ্যেই হুয়ের প্রতিনিধি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়ে এসেছে। কবে যুদ্ধ থামবে, তার জন্য চিকিৎসা আটকে থাকতে পারে না। আমরাও তার জন্য অপেক্ষা করতে পারি না। '
অন্যদিকে, একটি রিপোর্টে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলার জেরে গাজায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ সাধারণ নাগরিক। অন্যদিকে, ইজরায়েল ৭ অক্টোবর থেকে হামলা করেছে গাজার ওপর। তখন থেকে প্রায় ১৮,০০০ জনের মৃত্যু হয়েছে। প্যালেস্তাইনের তরফে দাবি করা হয়েছে, ইজরায়েল প্রায় ১৪২ জন মহিলাকে বন্দি করেছে। তবে তাঁদের মধ্যে অনেক শিশু ও বয়স্ক মহিলা রয়েছে। শিশু ও বয়স্ক মহিলাদের সংখ্যা ইজরায়েল কর্তৃপক্ষ এখনও প্রকাশ করেনি। ইজরায়েলের প্রধানমন্ত্রী রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন, এখনই যুদ্ধ থামবে না।