শীতকালীন ঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : উত্তরে আরও মৃত্যু

উত্তর ক্যারোলিনার শীতকালীন ঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু এবং এক যাত্রী হাসপাতালে ভর্তি।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : উত্তর ক্যারোলিনার উইনস্টন-সালেমে সোমবার ভোরে ঘটে যাওয়া একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা চলমান শীতকালীন ঝড়ের কারণে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ২০০৯ সালের কিয়া মডেলের একটি গাড়ি হাইওয়ে ওভারপাসের কাছে সড়ক থেকে ছিটকে গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় ৪৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

Accident

পুলিশের তদন্তকারীরা জানান, দুর্ঘটনার সময় রাস্তা ছিল বরফে ঢাকা এবং অত্যন্ত খাড়া, যার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা অন্য একজন যাত্রীর অবস্থা গুরুতর না হলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Strome

এটি শীতকালীন ঝড়ের ফলে হওয়া ষষ্ঠ মৃত্যু। এর আগে কানসাস, ভার্জিনিয়া, টেক্সাস ও মিসৌরির বিভিন্ন স্থানে ট্রাফিক দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। শীতের এই তীব্র ঝড়ের কারণে সড়ক যোগাযোগে বাধা সৃষ্টি হয়েছে, আর বিশেষজ্ঞরা সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন।