'উইংস অফ ফ্রিডম'- ঘোষণা ইসরায়েলের- এবার শান্তি!

'উইংস অফ ফ্রিডম'- কি ঘোষণা করল ইসরায়েলের?

author-image
Aniket
New Update
breakinganm12

 

 

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এবার ট্যুইট করে বড় বার্তা দিয়েছে। অবশেষে যুদ্ধ শেষের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল ও হামাস। এই বিষয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্স ট্যুইট করে বলেছে, "'উইংস অফ ফ্রিডম' হল জিম্মিদের ফিরিয়ে আনার জন্য আইডিএফ-এর প্রস্তুতিকে দেওয়া নাম"। ফলে শান্তির আশা ফিরে এসেছে বিশ্ব জুড়ে।

c