নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি এই মুহূর্তে বড় বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, "ইউক্রেনের খরচে এই যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব হবে না। আমরা শুধু আমাদের স্বাধীনতা ত্যাগ করব না। আমরা এই সমস্ত খুনের জন্য পুতিনকে ক্ষমা করব না"।
⚡️ "It will not be possible to end this war quickly at the expense of Ukraine. We will not just give up our independence. We will not forgive putin for all these murders", – Zelenskyy.