নিজস্ব সংবাদদাতা: এক দশক পর ভারতে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী (Pakistan Foreign Minister) বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)। গোয়ায় গত পরশু থেকে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এসসিও-র অন্যান্য সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আগমনে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের (International Relationship) সমীকরণ নিয়ে নানা জল্পনা চলছে। এর আগে ২০১১ সালে ভারত সফরে আসেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার (Hina Rabbani Khar)। এর পর থেকেই পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ঐতিহ্যগতভাবে চলা দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে, সামরিক উত্তেজনা বেড়েছে এবং বিরোধ নিষ্পত্তি কল্পে ভারত-পাকিস্তানের অনুষ্ঠানিক সংলাপ বন্ধ হয়েছে।