নিজস্ব সংবাদদাতাঃ স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপের কেন্দ্রস্থলে মঙ্গলবার দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে কর্তৃপক্ষ কয়েকশ গ্রামবাসীকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে, তিনটি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার মোতায়েন করেছে।
স্প্যানিশ বিমানবন্দর অপারেটর এইএনএ জানিয়েছে, পূর্ব উপকূলের গ্রান ক্যানারিয়া বিমানবন্দর স্বাভাবিকভাবে চলাচল করছে।
স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রধান ফেডেরিকো গ্রিলো রেডিও ক্যানারিয়াসকে বলেন, 'আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক প্রচেষ্টা রয়ে গেছে। আমরা দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে নিবিড়ভাবে কাজ করছি।'
গ্রান ক্যানারিয়া আইল্যান্ড কাউন্সিলের প্রধান আন্তোনিও মোরালেস বলেন, 'প্রায় ১০০ দমকল কর্মী এবং নয়টি বিমান আগুন নেভাতে কাজ করছে।'