নিজস্ব সংবাদদাতা: কেন মহাকাশ থেকে পাঠানো ছবিগুলিতে এলোকেশী হয়ে থাকেন সুনীতা? সুনীতা উইলিয়ামসের মতো মহিলা মহাকাশচারীরা জানিয়েছেন, মাধ্যাকর্ষণ না থাকায় মহাকাশে চুল ঝরে পড়ার কোনও সমস্যা হয় না। তাই চুল নিয়ে বাড়তি চিন্তাও থাকে না। অন্যদিকে, মাধ্যাকর্ষণের অভাবে ঘাড়ে মুখে চুল পড়ার সমস্যা থাকে না ফলে চুল বাঁধা হোক বা খোলা থাকুক, সেই নিয়ে বাড়তি কোনও হ্যাপা পোহাতে হয় না মহিলা মহাকাশচারীদের।
এ ছাড়া স্পেসে চুল ধোওয়ারও বিশেষ টেকনিক আছে। জল ছাড়া ড্রাই শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার রাখেন মহাকাশচারীরা। স্পেস স্টেশনে এয়ার ফ্লো থাকার কারণে ব্লো ডাই ছাড়া শুকিয়ে যায় চুল। এছাড়াও মনে করা হয়, চুল বাঁধায় কোনও ক্লিপ বা ব্যান্ড ব্যবহার করলে তা এয়ার ফ্লো-তে ভাসতে শুরু করলেও ধাক্কা লেগে অন্য বিপদ হতে পারে। নাকে, মুখে ঢুকে যাওয়ারও সম্ভাবনা থাকে। এই সব কারণেই মহাকাশে বাঁধন ছাড়াই থাকে মহাকাশচারীদের চুল।
/anm-bengali/media/media_files/2025/03/16/Xf2wUwV12YysxoW4yoix.JPG)