নিজস্ব সংবাদদাতা: ফের কি নিশানায় হোয়াইট হাউস? ফের একবার নাশকতার শিকার হতে চলেছিল মার্কিন মুলুক? অন্তত এমনটাই মনে হওয়া স্বাভাবিক। কেননা গতকালের ঘটনা এমনই ইঙ্গিত দিচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি গেটে গতকাল মাঝরাতে আচমকায় একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। সেই সময় ডিউটিতে থাকা কর্তব্যরত সেনারা গাড়ি সহ গাড়ির চালককে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে 'the cause and manner' পদ্ধতিতে মামলা রুজু করা হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস সূত্রে এই তথ্য সামনে এসেছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াইট হাউসের সামনে গাড়ির গতি সর্বদা কম থাকে। তাহলে কি করে সেই গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালালো? সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল নাকি অন্য কিছু ঘটানোর তাগিদে গাড়ির গতি বাড়িয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। এদিকে হোয়াইট হাউস কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে।