নিজস্ব সংবাদদাতা: ১৭ ঘণ্টার সফর শেষে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলটি পৃথিবী স্পর্শ করবে। এর নাম রাখা হয়েছে ‘ফ্রিডম’। এর পর ফ্লরিডার উপকূলে প্যারাসুটের সাহায্যে স্প্ল্যাশডাউন করানো হবে মহাকাশচারীদের। ঠিক তার পরই একটি উদ্ধারকারী ভেসেলে তোলা হবে চার জনকে। পাড়ে ওঠার পর তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হবে হাউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। সেখানে ৪৫ দিনের জন্য রিহ্যাব প্রোগ্রাম চলবে সুনীতাদের।
/anm-bengali/media/media_files/2025/03/16/ds8jgBxJKOTBWNn8uEkn.JPG)